Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

গংগাচাড়া উপজেলার পটভুমি

জনশ্রুতি আছে যে, উপজেলার বর্ত্মান অবস্থানে একসময় এক বৃহৎ নদী ছিল।সেই নদিটি স্থানীয়ভাবে গাঙ নামে পরিচিত ছিল।পরবর্তিতে উক্ত নদীতে একটি চর জাগে যা গাঙচর নামে পরিচিতি পায়।গাঙচর থেকে কালের প্রবাহে গংগাচড়া নামটির উৎপত্তি হয়। ১৯১৭ সালে গংগাচড়া একটি থানা হিসাবে প্রতিষ্ঠা পায়।