জনশ্রুতি আছে যে, উপজেলার বর্ত্মান অবস্থানে একসময় এক বৃহৎ নদী ছিল।সেই নদিটি স্থানীয়ভাবে গাঙ নামে পরিচিত ছিল।পরবর্তিতে উক্ত নদীতে একটি চর জাগে যা গাঙচর নামে পরিচিতি পায়।গাঙচর থেকে কালের প্রবাহে গংগাচড়া নামটির উৎপত্তি হয়। ১৯১৭ সালে গংগাচড়া একটি থানা হিসাবে প্রতিষ্ঠা পায়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস