Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শাখাসমূহ ও কার্যাবলী

শাখার নাম

কার্যাবলী

গোপনীয় শাখা

১. উর্ধতন কর্তৃপক্ষকে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য প্রেরণ।

২. বাল্যবিবাহ, যৌতুক এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ।

৩. যে কোন অভিযোগের বিষয়ে তদন্ত।

৪. শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত কার্যাবলী।

৫. আইন-শৃংখলা রক্ষা।

হিসাব শাখা

১. পেনশন/পারিবারিক পেনশন।

২. বেতন এবং বিভিন্ন ভাতাদি।

৩. ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সদস্য, সদস্যা এবং গ্রাম পুলিশদের বেতন ভাতা।

৪. আন্ত: বিভাগীয় বিষয়াবলী (আর্থিক ও প্রশাসনিক)

সাধারন শাখা

১. বিভিন্ন সভা অনুষ্ঠান।

২. নৃতাত্ত্বিক জনগোষ্ঠী বিষয়ক।

৩. হাট-বাজার ইজারা।

৪. উন্নয়নমূলক কার্যক্রম।

৫. এন,জি,ও কার্যক্রম পরিবীক্ষণ ও তথ্যাবলী সংরক্ষণ।

৬. আশ্রয়ন, আদর্শগ্রাম সংক্রান্ত।

৭. সারের মজুদ, সরবরাহ ও বিপণন সংক্রান্ত।

৮. বিভিন্ন সনদ ও প্রত্যয়নপত্র প্রদান, সাক্ষর ও প্রতিস্বাক্ষর।

৯. স্থানীয় ও জাতীয় নির্বাচন।

১০. জন্ম নিবন্ধন।

সার্টিফিকেট শাখা

১. সার্টিফিকেট দায়ের ও নিস্পত্তি।

২. সার্টিফিকেট মামলার নকল সরবরাহ।

ত্রাণ ও পূনর্বাসন শাখা

১. জরুরী ত্রাণ।

২. টি,আর; কাবিখা; কাবিটা; ভি,জি,এফ ও ঝুঁকিহ্রাস সংক্রান্ত।

৩. দুঃস্থ ও অসহায়দের সহায়তা।